আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত বিএনপি জামায়াতের নৈরাজ্য আগুন সন্ত্রাস ও অপপ্রচার রুখে দিতে মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম সমর্থক প্রায় ২০ হাজার নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে শপথ গ্রহন করেছে।

শনিবার বিকেলে কালকিনি ও ডাসার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অডিটরিয়াম মাঠে অনুষ্ঠিত উন্নয়ন ও শান্তি সমাবেশে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত সিদ্ধান্ত গ্রহন করে। এ সময় ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা বৃন্দরাও এই সিদ্ধান্তের সাথে একাত্মতা ঘোষণা করে। তবে বিকেলে সমাবেশের সময় নির্ধারন করা থাকলেও দুপুর থেকেই শেখ হাসিনা আর বাহাউদ্দিন নাছিম শ্লো-গান দিয়ে হাজার হাজার নেতাকর্মীরা সমাবেশে যোগদান করে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিদকীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীনের সার্বিক পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারন সম্পাদক মীর মামুন অর রশীদ মামুন, কালকিনি পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আশ্রাব আলী বেপারী, সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার,উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি ম‌শিউর রহমান সবুজ,সা‌বেক সাধারণ সম্পাদক ই‌লিয়াস হো‌সেনসহ কালকিনি ও ডাসার উপজেলা আওয়ামীলীগ এবং আওয়ামীলীগের সকল সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা বৃন্দরাও বক্তব্য রে‌খে‌ছেন।