
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের জন্য শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শনিবার মৌলভীবাজারে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম স্বাক্ষরিত সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে এই সম্মাননা পান শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা।
প্রসঙ্গত প্রাণেশ গোয়ালা শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালীঘাট ইউনিয়ন কমিউিনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক। শনিবার মৌলভীবাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য নেছার আহমদের হাত থেকে তিনি সনদ ও সম্মাননা স্মারক গ্রহণ করেন।
মন্তব্য করুন