“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে নানা আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকাল দশটায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ সাইয়েমা হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা, যুগ্ন-সম্পাদক বাবু সুবল চন্দ্র দেবনাথ,সাংগঠনিক সম্পাদক ও মির্জাগঞ্জ ইউপি চেয়ারম্যান এ্যাড. মোঃ আবুল বাসার নাসির,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সেলিম খান প্রমূখ সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল আজিজ মল্লিক, ও উপজেলা সমবায় অফিসার মোঃ নুরুল ইসলাম প্রমূখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, উপকারভোগীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শ্রেষ্ঠ সংগঠন ও শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।