মৌলভীবাজারে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব ১৭) ২০২৩ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২৩-এর শুভ উদ্বোধন হয়েছে।

আজ বুধবার (১ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মৌলভীবাজার জেলা প্রশাসনের বাস্তবায়নে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।

উদ্বোধনী খেলায় শ্রীমঙ্গল উপজেলা বালক দল জুড়ি উপজেলা বালক দলকে ২-১ গোলে এবং শ্রীমঙ্গল উপজেলা বালিকা দল ৯-০ গোলে জুড়ি উপজেলা বালিকা দলকে হারিয়ে জয়লাভ করে।