
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তার মেয়ে শামারুহ মির্জা। আজ রবিবার মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকায় এক বার্তা পাঠিয়ে এ দাবি করেন তিনি।
শামারুহ মির্জা এক বার্তায় সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আজ রবিবার সকালে পুলিশ আমাদের বাসায় এসে তাকে (মির্জা ফখরুল) তুলে নিয়ে যায়। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সরকারকে তা এখনই জানাতে হবে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।’
সরকারকে অবিলম্বে বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থানের বিষয়ে জানানোর দাবি জানান মেয়ে শামারুহ।
এর আগে, আজ সকালে গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়। তাকে আটক করার পর রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন জানান, মির্জা ফখরুলের বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে। এ ছাড়া শনিবারের সহিংসতার ঘটনায়ও মামলা হবে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
মন্তব্য করুন