বরিশালের আগৈলঝাড়া সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মাদ্রাসা পড়ুয়া ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ অক্টোবর) সকাল দশটার দিকে রামের বাজার থেকে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিল পূর্ব সুজনকাঠী গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর খানের ছেলে ও গৈলা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র অলি খান (১২)। পূর্বসুজনকাঠি গ্রামের বটতলা নামক স্থানে পৌঁছলে সাহেবেরহাটগামী একটি ইজিবাইক তাকে সামনে থেকে সজোরে ধাক্কা দিলে অলি ছিটকে পরে গুরুতর রক্তাক্ত আহত হয়। স্থানীয়রা অলিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডা. বখতিয়াল আল মামুন জানান- স্থানীয়রা অলিকে হাসপাতালে আনার আগেই পথ্যিমধ্যে অলি মারা যায়। পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে।