গাজীপুরের শ্রীপুরে কওমি মাদরাসার ১৬ তম বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী ও মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)এর সহ সভাপতি আল্লামা আশেকে মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন, স্থানীয় সাংসদ মুহাম্মাদ ইকবাল হোসেন সবুজ।
আন্তর্জাতিক মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বীর মুজাহিদ সাইয়্যিদ আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহ: এর নাতি আওলাদে রাসুল শাইখুল হাদিস আল্লামা হাসান আসজাদ মাদানী।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)এর মহাসচিব শাইখুল হাদিস আল্লামা হাফেজ মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ই. জেড. এম মাসুদুর রহমান শিমুল, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক এডভোকেট হারুন অর রশিদ ফরিদ, শ্রীপুর উপজেলা তাবলীগ মারকাজের সম্মানিত শুরা সদস্য আলহাজ্ব মোঃ নাজমুল হুদা প্রমুখ।
এসময় ৭৪টি মহিলা মাদরাসা সহ মোট ১৭৪টি কওমি মাদরাসার ৫২০জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও মহাসম্মেলনের আয়োজন করেন, রেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড শ্রীপুর উপজেলা শাখা।