
শারদীয় দূর্গাপুজার মহাঅষ্টমীতে সকাল থেকেই ভক্ত ও অনুসারীদের আগমনে মুখরিত ছিলো শ্রীমঙ্গলের আনন্দময়ী কালীবাড়ি। এটি শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রঘুনাথপুরে অবস্হিত। শ্রীমঙ্গল শহর থেকে ১০ কিলোমিটারের পথ।
বিপুল আয়োজনের মধ্য দিয়ে দুপুর ১টা ২০ মিনিটে শুরু হয় কুমারী পূজা। এ সময় আনন্দময়ী কালীবাড়িতে তিল ধারনের ঠাই ছিল না। কুমারী পূজা দেখতে প্রায় হাজার হাজার ভক্ত ও অনুসারীদের আগমন ঘটেছিল এখানে।
কুমারী পুজা দেখতে সকাল থেকে মৌলভীবাজার জেলাসহ সিলেট ও বিভিন্ন অঞ্চল থেকে এখানে ভিড় করেছেন হাজার হাজার পুণ্যার্থী। আশীদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জানান, প্রায় ৭/৮ হাজার পূণ্যার্থীর আগমন ঘটে কুমারী পুজা দেখতে।
কুমারী পূজাতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক ( তদন্ত) আমিনুল ইসলাম, আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক শ্রীপদ দেব, যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ দাস রিংকু, সহ উপজেলার পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন