শ্রীমঙ্গলে মাদক বিরোধী অভিযানে ১০ বোতল বিদেশী মদসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম শুক্রবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে উপজেলার লাখাইছড়া চা বাগান থেকে ১০ বোতল ভারতীয় মদসহ উত্তর ভাড়াউড়া গ্রামের সুশেন দেবের ছেলে বিশাল দেব (২০) কে গ্রেফতার করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। শনিবার আসামিকে আদালতের মাধ্যমে মৌলভীবাজারে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।