
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্টপুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্ম দিবস আজ মোজাম্মেল হক চৌধূরী মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে ঊদযাপিত হয়েছ।
স্কুলের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ০৯ টায় স্কুল মাঠে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবকের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি । প্রধান শিক্ষক হেলালউদ্দিন চৌধুরী প্রথমে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে স্কুল থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে দরুন বাজারের বিভিন্ন রাস্তা ঘুরে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। স্কুলের শিক্ষার্থীরা শেখ রাসেলকে নিয়ে একটি দেয়ালিকা প্রকাশিত করে।
মন্তব্য করুন