গাজীপুরের শ্রীপুরে পুলিশ পরিচয় দিয়ে লুডু খেলা থেকে ভয় দেখিয়ে টাকা দাবি করে প্রতারণা করার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের হামীম গ্রুপের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মো. আ. রাজ্জাকের ছেলে মিলন, একই ইউনিয়নের মুলাইদ গ্রামের মো. সাইজ উদ্দিনের ছেলে মো. সোহেল ও মো. জুয়েল রানা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, সোমবার রাত ৯টার দিকে হা-মীম গ্রুপের পাশে একটি দোকানের সামনে বসে লুডু খেলছিল কয়েকজন লোক। এ সময় ওই তিন যুবক এসে তাদের খেলার ভিডিও ধারণ করে।পরে তাদের কাছে চা-মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করে। তখন এলাকাবাসী তাদের আটক করে গণধোলাই দেয়। পরে জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিন যুবককে আটক করে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।