
নতুন কমিউনিটি আই সেন্টারগুলোর মধ্যে সিলেট বিভাগে ১৯টি, খুলনা বিভাগে ১৬টি, রাজশাহী বিভাগে ১৫, ময়মনসিংহ বিভাগে দুটি, চট্টগ্রাম বিভাগে দুটি, রংপুর দুটি এবং ঢাকা বিভাগে নতুন করে যুক্ত হয়েছে আরও ৯টি কমিউনিটি আই সেন্টার।
দেশের সাতটি বিভাগের ২৮ জেলার ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৬৫টি কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৬ অক্টোবর) রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব আই সেন্টারের উদ্বোধন করেন। এ নিয়ে দেশের ৬৪ জেলার মধ্যে ২০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টার চালু হলো।
নতুন কমিউনিটি আই সেন্টারগুলোর মধ্যে সিলেট বিভাগে ১৯টি, খুলনা বিভাগে ১৬টি, রাজশাহী বিভাগে ১৫, ময়মনসিংহ বিভাগে দুটি, চট্টগ্রাম বিভাগে দুটি, রংপুর দুটি এবং ঢাকা বিভাগে নতুন করে যুক্ত হয়েছে আরও ৯টি কমিউনিটি আই সেন্টার।
এসব সেন্টারে পরীক্ষা-নিরীক্ষায় ভারি যন্ত্রপাতির মধ্যে রয়েছে ফান্ডাস ক্যামেরা, রেটিনাল লেজার মেশিন, অফথ্যালমিক সার্জিক্যাল মাইক্রোস্কোপ, ফ্যাকো মেশিন, ভিজুয়াল ফিল্ড অ্যানালাইজার, এ স্ক্যান, বি স্ক্যান, ক্যারাটোমিটারসহ অটোরিফ্লাক্টোমিটার, অ্যাপ্লানেশন টোনোমিটারসহ স্লিট ল্যাম্প।
মন্তব্য করুন