বিএনপি-জামাত কর্তৃক দেশ বিরোধী ষড়যন্ত্র, হত্যা, আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও ষড়যন্ত্র মূলক অপরাজনীতির বিরুদ্ধে মোটরসাইকেল শোডাউন, গন-মিছিল, পথসভা ও শান্তি সমাবেশ করেছেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলচিপা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ তসলিম সিকদার।
রবিবার বেলা ১১টায় শাখারিয়া বাজার থেকে মোটরসাইকেল শোডাউন দিয়ে গলাচিপার বিভিন্ন সড়ক প্রদর্শন করে উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখেন মোঃ তসলিম সিকদার। এ সময় আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ জলিল মিয়া, ও সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ শুব্রত দাস সহ দশমিনা-গলাচিপা উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীর জনগণ উপস্থিত ছিলেন।