
শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত দ্বিতীয় ও তৃতীয় তলা ভবনের শুভ উদ্বোধন হয়েছে।
আজ দুপুরে জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্হিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী শামসুল আরফিন খান, মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব প্রমুখ।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্তাবধানে ১কোটি ৩লাখ টাকা ব্যয়ে এই ২য় ও ৩য় তলা ভবন নির্মান করা হয়েছে।
মন্তব্য করুন