
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রীমঙ্গল উপজেলার ১৫৮টি পুজামণ্ডপে চাল বিতরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে শনিবার এক অনুষ্ঠানে চালের ডিও বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা. হরিপদ রায় প্রমুখ।
মন্তব্য করুন