“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল দশটায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ অআয়োজনে র‍্যালী ও সচেতনতা বৃদ্ধিমূলক সভা ও দুর্যোগের উপর মহড়া অনুষ্ঠিত হয়।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ সাইয়েমা হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদসা, মজিদবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ সানু মোল্লা, কাকড়াবুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া, মির্জাগঞ্জ ইউপি চেয়ারম্যান এ্যাড. মোঃ আবুল বাসার নাসির,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া প্রমূখ।