বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় “মুজিব- একটি জাতির রুপকার” ছবিটি দেখতে পটুয়াখালীতে সকল শ্রেণি পেশার মানুষ ঢল নেমেছে। গতকালকে চারটির ১২শ টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছেন সিনেমা হল কর্তৃপক্ষ। শুক্রবার বিকাল তিনটার পটুয়াখালীর তিতাস সিনেমা হলে দেখাযায় পুরো হল কানায় কানায় পরিপূর্ণ। আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা কর্মী এবং উৎসুক জনতা এ ছবিটি দেখার জন্য সিনেমা হলে ভীর করে।
এদিকে এ সিনেমাটি যাতে আওয়ামী লীগ, যুবলীগ,  ছাত্রলীগ, মহিলা ও সমাজের সুশীল মানুষ মুজিব একটি জাতির রুপকার ছবিটি ফ্রি দেখতে পারে সে জন্য জেলা আওয়ামিলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা বিকাল ৩টার শোর ৩৫০টি টিকিট ক্রয় করে তাদের প্রদান করেন। ছবিটি দেখে আগামী প্রজন্ম বাংলার স্বাধীন ইতিহাস জানতে পারবে এবং একজন জাতির জনকে চিনতে পারবে।
বিকেলে পটুয়াখালী তিতাস চিনেমা হলে উদ্বোধনী শো অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করে স্থানীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা,  জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, জেলা আওয়ামিলীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি এড সুলতান আহমেদ মৃধাসহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মী এবং স্থানীয় সাংবাদিক এবং পেশাজীবিরা। এদিকে ছবিটি নিয়ে সকল শ্রেনীর মানুষের মধ্যে উচ্ছাস দেখা গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী নিয়ে এরকম একটি  চলচিত্র নির্মিত হওয়ায় তরুণ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুকে অনুধাবনসহ মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে একটি ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধু ও তার পরিবারের ত্যাগ ও অবদানকে নতুন প্রজন্মের মধ্যে সঠিক ভাবে তুলে ধরা সম্ভব হয়েছে বলেও মনে করেন অনেকেই।