আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের আয়োজনে ১৩ অক্টোবর শুক্রবার সকালে র‌্যালী শেষে দুর্যোগ প্রস্তিতি মহড়া ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। আরো বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ষ্টেশন ম্যানেজার আরিফ আরোয়ার, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মকু,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক তুহিন প্রধান সহ অন্যান্যরা।
শেষে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের একটি টিমের অংশ গ্রহনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় শিক্ষার্থী শিক্ষক,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।