বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানান পটুয়াখালী -১ আসনের মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আফজাল হোসেন এর সাথে পটুয়াখালী -১ আসনের (পটুয়াখালী, দুমকী, মির্জাগন্জ) এর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সকল জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা দশটার সময় পটুয়াখালী ক্লাবে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে বলেন পটুয়াখালী-১ আসন থেকে প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন চাইবেন। তিনি আরও বলেন, মনোনয়ন পেলে জেলা আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে সঙ্গে নিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিতে পারবেন। এসময় মতবিনিময় সভায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ও জেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।