বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বানের দাবীতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
জেলা বিএনপির উদ্যোগে সকাল নয়টায় বনানী মোড়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবদুর রশিদ চুন্নু মিয়া, সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, সদস্য মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল সহকারে সমাবেশ স্থলে পৌছে। তারা সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।