
শ্রীমঙ্গলে ভাড়াউড়া চা-বাগান হাসপাতালে অস্ট্রিলিয়ার ‘ফ্রেড হলোজ ফাউণ্ডেশনের’ উদ্যােগে এবং মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিনামূল্যে রোগীদের চক্ষু চিকিৎসাসহ ঔষধ দেওয়া হয়।
বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. তাহসিন মালিহা হক, ডা. আব্দুল বাতেন তালুকদার, ডা. অঞ্জন দেবনাথ চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেমস ফিনলে চা কোম্পানীর ভাড়াউড়া টি ডিভিশনের জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলী, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ মাহবুব ও ব্যবস্থাপক এহসানুল মান্নান। এছাড়াও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে অরবিস ইন্টারন্যাশনালের প্রতিনিধি দল উপস্হিত ছিলেন।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ টিম সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২৫০ জন চক্ষু রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধপত্র প্রদান করেন। এর মধ্যে ৫০ জন রোগীকে ছানী অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি হাসপাতালে নিয়ে বিনামূল্যে অপারেশন করা হবে বলে ডা. আব্দুল বাতেন তালুকদার জানিয়েছেন।
মন্তব্য করুন