নওগাঁর আত্রাইয়ে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলি জমি, শঙ্কায় আছেন কৃষকরাক য়েকদিনের টানা বৃষ্টিতে আত্রাই নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছিল। পানি বৃদ্ধির ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে উপজেলার প্রায় জমির ধান পানিতে তলিয়ে গিয়াছে।

গত তিন দিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় উপজেলার নিম্নাঞ্চলের প্রায় অধিকাংশ জমির রোপনকৃত আমন ধান তলিয়ে যায়। শনিবার সকাল থেকে বৃষ্টিপাত না হওয়ায় এবং দ্রুত পানি নামতে শুরু করায় উপজেলার কৃষি কর্মকর্তারা আশা করছেন, তলিয়ে যাওয়া আমন ধানের চারা পুনরায় পনির উপর ভেসে উঠবে।

এদিকে উপজেলার কচুয়া বিলের এখনো পানি বৃদ্ধি পাওয়ায় শত শত বিঘা জমির ধান তলিয়ে যাচ্ছি। কেহ কেহ পানির মধ্যে ধান কেটে কলার গাছে ও টিনের তাওয়াতে করিয়ে ধানের শীষ নিয়ে শুকনো স্থানে আনেন।
উপজেলার দ্বিপ চাঁদপর গ্রামের কৃষক ইমরান হোসেন জানান, এ বছর তিনি ৩০ কাঠা জমিতে আমন ধানের আবাদ করেছেন। তিন দিনের টানা বৃষ্টিতে ১৫-১৬ কাঠা জমির ধান পানিতে তলিয়ে গেছে। এমনভাবে আরও কয়েকদিন বৃষ্টি থাকলে আমার পুরা জমির ধানই পানির নিচে তলিয়ে যাবে।

উপজেলার বান্দাইখাড়া গ্রামের কৃষক মোবারক হোসেন জানান, আমি কটে জমি নিয়ে ধান লাগিয়েছি। আমার কপালই খারাপ, বৃষ্টির পানিতে জমি সব জমিই তলিয়ে গেছে,কটের টাকা আর নিজের সংসারই বা চালাইব কি করে? সবসময়ই এ দুশ্চিন্তাই আমি আছি ।

উপজেলার নন্দনালী গ্রামের মাছ চাষি বেলাল হোসেন বলেন, আমার চারটা পুকুরের বেশিরভাগ মাছই পানিতে ভেসে গিয়েছে। চারদিকে জাল দিয়ে বেড়া দিয়েও কোনো উপায় হয় নাই।

আত্রাইয়ের মৎস্য কর্মকর্তা জানান, অতিবৃষ্টি ও নদীর বন্যায় উপজেলার অনেক গুলো পুকুরের মাছ ভেসে গিয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ৮ কোটি ১৫ লক্ষ টাকার মতো ।