আসন্ন শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষ্যে শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।

শনিবার রাত ৮টায় শহরের গ্র্যাণ্ড তাজ রেস্টুরেন্ট এণ্ড পার্টি সেন্টারে শ্রীমঙ্গল থানার আয়োজনে এই মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা. হরিপদ রায়, সাধারন সম্পাদক শ্রীপদ দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, শিক্ষক নেতা জহর তরপদার প্রমুখ।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার পুজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদকগন বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা অনু্ষ্ঠিত হয়। সম্প্রীতির বন্ধন বজায় রেখে সকল শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এই মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজায় যানজট নিয়ন্ত্রণ, পুজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, প্রতিটি পুজামণ্ডপে পুলিশ ও আনসার মোতায়েনসহ দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় শ্রীমঙ্গল পৌরসভাসহ উপজেলার ৯ ইউনিয়নের পুজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদকসহ উপজেলার ১২ টি পুলিশ বিটের বিট অফিসারগন উপস্হিত ছিলেন।

প্রসঙ্গত: এবার শ্রীমঙ্গল উপজেলায় ১৭৩টি পুজামণ্ডপে শারদীয় দুর্গাপুজা অনু্ষ্ঠিত হবে।