দিনাজপুরের ফুলবাড়িতে ২৯ বিজিবি সদর দপ্তরে রংপুর রিজিয়ন আন্ত ব্যাটেলিয়ন ফুটবল প্রতিযোগিতা- ২০২৩ এর সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর ২০২৩ হতে দিনাজপুর সেক্টর এর তত্ত্বাবধানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক আয়োজিত রংপুর রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন ফুটবল প্রতিযোগিতা-২০২৩ শুরু হয়ে ৫ অক্টোবর সমাপ্ত হয়।
প্রতিযোগিতায় জয়পুরহাট ব্যাটালিয়ান( ২০ বিজিবি) ৩-১ গোলে ফুলবাড়ী ব্যাটালিয়ন( ২৯ বিজিবি)’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন, এবং ফুলবাড়ী ব্যাটালিয়ান (২৯ বিজিবি) রানার্স অপ হওয়ার গৌরব অর্জন করেন।
উক্ত প্রতিযোগিতায় তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর সিগন্যালম্যান আশিক মোল্লা শ্রেষ্ঠ নবী খেলোয়াড় নির্বাচিত হন, এবং ফুলবাড়ী ব্যাটালিয়ান (২৯ বিজিবি)এর সিপাহী জাবের আহম্মেদ শ্রেষ্ঠ প্রবীন খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।
এ প্রতিযোগিতায় সেক্টর কমান্ডার দিনাজপুর সেক্টর কর্নেল রাশেদ আসগর পি এস সি জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক, জয়পুরহাট ব্যাটালিয়ান( ২০ বিজিবি) সহ অন্যান্য অফিসার ও সর্বস্তরের বিজিবি সদস্য গণ।
উক্ত প্রতিযোগিতায় উত্তর পশ্চিম রিজিয়ন, রিজওয়ান সদর দপ্তর, রংপুরের অধিনস্থ ৪ টি সেক্টর এর ১৫ টি ব্যাটালিয়ন অংশগ্রহণ করেন।