
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রীমঙ্গল উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ, শিলাবৃষ্টি ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মানের জন্য চেক বিতরন করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্হাপনা এবং ত্রাণ বিভাগের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক।
অনুষ্ঠানে ১৩৭ জন উপকারভোগীর মাঝে ২৭২ বাণ্ডিল ঢেউটিন ও ১৩৭ জনকে ৬ হাজার টাকা করে ৮ লাখ ১৬ হাজার টাকা গৃহ নির্মানের জন্য চেক বিতরন করেন।
মন্তব্য করুন