
রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলার বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক গণ, ইসলামী ফাউন্ডেশন এর কর্মকর্তাগণ, ফায়ার সার্ভিস এর কর্মকর্তা গণ, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উৎসব মুখর পরিবেশে দুর্গাপুজা পালনে জন্য উপজেলার বিভিন্ন দপ্তর একসাথে কাজ করছে। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জানান, ৫৩০ জন আনসার সদস্য কাজ করবেন মন্দির গুলোতে।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখের , উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভূমি কর্মকর্তা মাসুদুর রহমান রুবেল, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী,পাংশা মডেল থানা ওসি মাসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডু, পাংশা পুজা উদযাপন পরিষদের সভাপতি ভজ গোবিন্দ দে প্রমুখ।
উল্লেখ্য রাজবাড়ীর পাংশা উপজেলায় এ বছর ৯৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন