গাজীপুরের শ্রীপুরে ইসতিয়াক আহমেদ (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের রফিজ উদ্দিনের বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত ইসতিয়াক চুয়াডাঙ্গা জেলার সদর থানার বোয়ালমারী গ্রানের মৃতঃ রেজাউল করিমের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক এসআই সুজন পন্ডিত।
তিনি নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, ইসতিয়াক স্থানীয় রফিজ উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। প্রতিদিনের ন্যায় রাতে খাবারদাবারের পর স্বামী স্ত্রী একসাথেই শুয়েছিলেন। রাত সাড়ে বারোটার দিকে ইসতিয়াকের স্ত্রী বার্থরুমে গেলে ইসতিয়াক বাইরে থেকে সিটকিরি লাগিয়ে দেয়। স্ত্রী বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ডাকচিৎকার করিলে আশেপাশের লোকজন এসে দরজার লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। বাথরুমের দরজা খুলে ইসতিয়াকের স্ত্রীকে উদ্ধার করে এবং ইসতিয়াককে বাঁচানোর জন্য ফাঁসি হতে নামালেও সে মারা যায়।
তিনি আরো জানান, কি কারনে আত্মহত্যা করতে পারে এ বিষয়টি জানা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।