পটুয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর ৭৭ তম জন্মদিন উপলক্ষে জেলা মহিলা সংস্থার আয়োজন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শিশু একাডেমিতে মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা পটুয়াখালীর চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যার্নাজি সহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মো : আশ্রাব আলী। অনুষ্ঠান সঞ্চালা করেন বোতলবুনিয়া অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম সিরাজ।