প্রতিদিন বাংলাদেশের মানুষ ১৪ কোটি ২৮ লাখ কাপ চা পান করেন। শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউ ( বিটিআরআই) এর পরিসংখ্যান ও অর্থনীতি বিভাগের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বিটিআরআই সুত্র জানায়, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি’র নির্দেশনায় এ বিষয়ে কাজ শুরু করেন পরিসংখ্যান ও অর্থনীতি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শেফালী বুনার্জি।

দীর্ঘ এক বছরের গবেষণায় তিনি দেশের ৬৪ জেলা থেকে এ বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করেন। গবেষণায় দেখা যায়, প্রতিদিন দেশের মানুষ ১৪ কোটি ২৮ লাখ কাপ চা পান করে থাকেন।

শ্রীমঙ্গলে চা বোর্ড মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় মুল প্রবন্ধ উপস্হাপনকালে ড. শেফালী বুনার্জি এ বিষয়ে বিশদ বর্ননা করেন। এতে দেখা যায়, প্রতিদিন দেশে ফ্যামিলি পর্যায়ে ১২ কোটি ২৬ লাখ কাপ চা পান করেন। এছাড়াও টি স্টল ও বিভিন্ন অফিসসহ অন্যান্য স্হানে প্রতিদিন ২ কোটি ২ লাখ কাপ চা পান করেন মানুষ। ফলে প্রতিদিন দেশে চা পানের মোট পরিমান ১৪ কোটি ২৮ লাখ কাপ।

কর্মশালায় উপস্হিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি, চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) ও যুগ্ম সচিব মো. কামরুল আমিন, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, চা গবেষণা ইনস্টিটিউটের ভাবপ্রাপ্ত পরিচালক ড. মো. ইসমাইল হোসেন ও টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান শাহ মঈনুদ্দিন হাসান।