
“ইন্টারনেটে তথ্য পেলে,জনগণের শান্তি মেলে ” এই শ্লোগান কে সামনে রেখে পটুয়াখালীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা বারটায় জেলা প্রশাসন এর আয়োজনে দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (র্সাবিক) শেখ আবদুল্লাহ সাদিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আহমাদ মাইনুল হাসান, জেলা তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার , জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান আহমেদ মৃধা, প্যানেল মেয়র খন্দকার দেলোয়ার হোসেন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যার্নাজি, সাবেক জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার এম,এ, হালিম, বিআরডিবির উপপরিচালক মোহাম্মদ হাসানুল হক মোল্লা, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাফর উল্লাহ, পটুয়াখালীর সিপিবির সভাপতি মোতালেব মোল্লা সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন, বিভিন্ন এনজিওর প্রতিনিধি গন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিতছিলেন।
মন্তব্য করুন