
বিশ্ব মানবতার মুক্তির দুত আঁকায়ে নামদার তাঁজেদারে মদিনা মহানবী রাসুলুল্লাহ সল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম ধরনীর বুকে শুভাগমন ঈদে মিলাদুন্নবী (সাঃ) যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে নওগাঁ খাস মোজাদ্দেদিয়া তরিকার উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে ।
১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন উপলক্ষে নওগাঁর শেখপাড়া জামে মসজিদে এক মহতি জলসার আয়োজন করা হয়েছে৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরে কামেল হযরত মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দীন প্রভাষক নওগাঁ উল্লাসপুড় ফাজিল মাদ্রাসা।
মহানবী (সাঃ)জীবন আকিদা সম্পর্কে আলোচনা, দরুদ, সালাম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ উপস্থিতি ছিলেন বিভিন্ন জেলা থেকে আগত খাস মোজাদ্দেদিয়া তরিকার মুসল্লী বৃন্দ৷
মন্তব্য করুন