
পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ সে সেপ্টেম্বর ২০২৩ অন্ধকার হাসপাতালে মোবাইলের আলোতে চলছে সেবা ডা. জিএম এনামুল হক বলেন, দু-তিন দিনের টানা বৃষ্টি বৈরিয়া হওয়ার কারণে সমস্যা থাকায় বর্তমান মহামারী ডেঙ্গু রোগীদের চাপ, অন্যান্য রোগী থাকার কারণেও আমরা সেবা বন্ধ রাখতে পারিনি তাই আমাদের বাধ্য হয়ে মোবাইলে টর্চ লাইট জ্বালিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।
আমাদের আইপিএস ছিল তা এখন নষ্ট থাকার কারণে আমাদের কিছুটা কষ্ট হচ্ছে। ডাক্তার দেখাতে আসা রোগীরা বলেন কোহিনুর (৩৫),খাদিজা( ২৫), ময়না(৪৫),সোহেল খান (৩২) মর্তুজা সাহেব (৩১) বিদ্যুৎ,জেনারেটর না থাকার কারণে ডাক্তার স্যারেরা মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে আমাদেরকে আমাদেরকে চিকিৎসা দেন।
দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর শহিদুল ইসলাম শাহীন, বলেন আমাদের আইপিএস এ সমস্যা দেখা দিছে দুই এক দিনের ভিতরেই আমরা আইপিএস এর ব্যবস্থা করে দেব।
মন্তব্য করুন