
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন ভবনে নির্বাচনী কমিটির সভাপতি ও পটুয়াখালী জেলা সমবায় কার্যালয় এর পরিদর্শক মোঃ ফিরোজ আলম নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান (সভাপতি) নির্বাচিত হয়েছেন সামছুল আলম। এছাড়াও প্রতিদ্ব›িদ্বতায় বিনা অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে এ,কে,এম, জালাল উদ্দীন, সদস্য পদে মোঃ কিচলুর রহমান, মোঃ হানিফ মৃধা,মোঃ আতাহার মোল্লা, মোঃ মোকলেচুর রহমান, মোঃ মজিবুর রহমান ও আয়শা আক্তার।
ফলাফল ঘোষণার সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন (ভারপ্রাপ্ত), উপজেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও নির্বাচন কমিটির সদস্য বিশ্বনাথ কৃষ্ণ শীল, মোহাম্মদ তোফাজ্জেল হোসাইন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান, ব্যবসায়ী মোঃ জাকির হোসেন ও যুবলীগ নেতা মোঃ রাজিব মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন ।
মন্তব্য করুন