
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগষ্টের সকল শহীদদের স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে লেবুখালী ইউনিয়ন পরিষদের সামনে। লেবুখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আঃ ছালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন আর রশীদ।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আশরাফ, পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন চৌধুরী, পটুয়াখালী জেলা ছাএলীগের সাবেক সভাপতি হাসান সিকদার, দুমকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, লেবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মতুর্জা, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার মৃধা ও সাবেক চেয়ারম্যান আবদুস সালাম সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী সহ এলাকার জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য করুন