
পটুয়াখালীর দশমিনায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পু্লিশসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (১সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ দিকে উপজেলা শহরের পূজাখোলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার বিএনপির নেতারা যানান,দলটির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১ টার দিকে উপজেলা শহরের নলখোলা বাসস্ট্যান্ড এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা শান্তিপূর্ণ বর্ণাঢ্য বর্ণাঢ্য র্যালিও মিছিল শুরু করে। মিছিলটি প্রাণীসম্পদ দপ্তর অতিক্রম হ্যাঁ করে পূজাখোলা এলাকায় পৌঁছাইলে পুলিশ বাধা দিয়ে লাঠিচার্জ করে। এতে তাদের অনেক নেতাকর্মী আহত হয়।

তবে পুলিশ বলেছে, বিএনপির নেতাকর্মীরা মিছিল করে শহরের পূজাখোলা এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহন ও দোকানপাট ভাঙচুর করে। তখন পুলিশ নিজেদের ও জনগনের জানমাল রক্ষায় তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দলটির নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে ইট পাটকেল নিক্ষেপ করে ও পুলিশের তিনটি মটর সাইকেল ভাংচুর করে।
এতে ঘটনাস্থলে তিন পুলিশ সদস্য আহত হয় দশমিনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার RHB নিউজকে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।এ ঘটনায় ঘটনস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন